আপদ/বিপর্যয়

  • আপদ (Hazard) হলো এমন কোন অস্বাভাবিক ঘটনা যা ঘটে প্রাকৃতিক নিয়মে, মানুষের দ্বারা ও কারিগরি ত্রুটির কারণে।
  • আপদকে বলা হয় দুর্যোগের সম্ভাব্য কারণ।
  • আপদ (Hazard) এর প্রত্যক্ষ প্রভাব পরিবেশগত। 
  • যে আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ বায়ু দূষণ।
  • আপদকে বিভক্ত করা যায় ৫ ভাগে। প্রাকৃতিক, পরিবেশিক, জৈবিক, প্রযুক্তিগত, মনুষ্যসৃষ্ট।
  • পাঁচ প্রকারের আপদের ১টি করে উদাহরণ যথাক্রমে ভূমিকম্প, পরিবেশ দূষণ, মহামারি ও যুদ্ধ বা বনধ্বংস।
  • মানবসৃষ্ট আপদ (Hazard) নয় কালবৈশাখী (Norwester)।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা