মরুভূমি

  • আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে অভিহিত করা হয়- সাভানা, সাহেল নামে।
  • শীতল মরুভূমি বলা হয়- লাদাখকে।
  • ইরানের মরুভূমি- দস্ত-ই-লুত।
  • বিশ্বের বৃহত্তম মরুভূমি- সাহারা।
  • সাহারা মরুভূমি অবস্থিত- উত্তর আফ্রিকা অঞ্চলে। 
  • সাহারা মরুভূমিকে বলা হয়- আফ্রিকার দুঃখ।
  • ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত- অস্ট্রেলিয়ায়।
  • কালাহারি মরুভূমি অবস্থিত- আফ্রিকায়।
  • মঙ্গোলিয়া ও উত্তর চীনে বিস্তৃত মরুভূমি- গোবি মরুভূমি।
  • 'দাহনা' যে দেশের মরুভূমি- সৌদি আরব।
  • সৌদি আরবের একটি মরুভূমি- রাব আল খালি।
  • 'আন নাফুদ' একটি- সৌদির মরুভূমি।
  • সোনারন মরুভূমি অবস্থিত- উত্তর আমেরিকায়।
  • ইউরোপে যে ভূমিরূপটি দেখা যায় না- মরুভূমি।
  • মধ্যপ্রাচ্যের যে দেশে কোন মরুভূমি নেই- লেবানন।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা