সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
- বাংলাদেশের মোট ভূমির ৮০% সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চল।
- পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এবং এদের অসংখ্যা উপদনী ও শাখা নদীবাহিত এলাকা নিয়ে প্লাবন সমভূমি অঞ্চল গঠিত। এ অঞ্চলের আয়তন ১,২৪,২৬৬ বর্গ কিমি।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা