প্লাইস্টোসিনকালের সোপান অঞ্চল
- বাংলাদেশের মোট ভূমির প্রায় ৮% প্লাইস্টোসিনকালের সোপান অঞ্চল।
- বরেন্দ্রভূমি, মধুপুর ও গাজীপুরেরর ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় অঞ্চল নিয়ে সোপান অঞ্চল গঠিত।
- বরেন্দ্রভূমি হলো প্লাইস্টোসিন কালের সোপান। 'বরেন্দ্র' বলতে উত্তরবঙ্গ এলাকাকে বোঝায়।
- বরেন্দ্রভূমি রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুরের ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত।
- কুমিল্লা অঞ্চলে প্লাইস্টোসিনকালের সোপান ভূমিরূপটি দেখা যায়।
- মধুপুর ও গাজীপুর 'প্লাইস্টোসিন চত্বর' ভূমি।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা