বায়ু দূষণ
- বায়ু দূষণের জন্য দায়ী গ্যাস: কার্বন ডাই অক্সাইড (CO₂)।
- গাড়ির ধোঁয়ায় থাকে কার্বন মনোক্সাইড।
- যানবাহনের কালো ধোঁয়া বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে।
- দূষিত বাতাসের কার্বন মনোক্সাইড রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা কমায়।
- ডিজেলে সালফার ডাই অক্সাইড গ্যাস থাকে।
- বাতাসে সালফার ডাই অক্সাইডের আধিক্যে অ্যাসিড বৃষ্টি হয়।
- স্মগ (SMOG) হলো দূষিত বাতাস।
- দুই স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিন চার স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিনের চেয়ে বেশি বায়ু দূষণ করে।
- ঢাকা মহানগরীতে টু-স্ট্রোক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় ১ জানুয়ারি, ২০০৩ সালে।
- ঢাকা শহরের বাতাসে বিপদজনক ধাতব দূষণ: সীসা (লেড)।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা