পানি দূষণ
- পানি দূষণের প্রধান কারণ মানুষ।
- পানি দূষণের জন্য দায়ী: শিল্প বর্জ্য, রাসায়নিক ও কীটনাশক, আবর্জনা এবং আর্সেনিক।
- বাংলাদেশের বড় শিল্প কারখানা শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত।
- বুড়িগঙ্গা নদী সবচেয়ে বেশি দূষিত।
- আর্সেনিক একটি মারাত্মক পানি দূষণ।
- প্রথম আর্সেনিক ধরা পড়ে চাঁপাইনবাবগঞ্জে।
- বাংলাদেশে সর্বাধিক আর্সেনিক আক্রান্ত জেলা: চাঁদপুর।
- WHO এর মতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা: ০.০১ মি.গ্রা.।
- ভূপৃষ্ঠ ও ভূ-গর্ভস্থ পানি সম্পর্কিত বিদ্যা: হাইড্রোলজি।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা