গ্রিনহাউজ গ্যাস

  • গ্রিনহাউজ প্রতিক্রিয়ার জন্য দায়ী গ্যাসকে বলে গ্রিনহাউজ গ্যাস
  • গ্রিনহাউজ প্রতিক্রিয়ার জন্য দায়ী গ্যাসগুলো হলো:
    • কার্বন-ডাই-অক্সাইড (CO₂)
    • মিথেন (CH₄)
    • নাইট্রাস অক্সাইড (N₂O)
    • সালফার-ডাই-অক্সাইড (SO₂)
  • জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে।
  • বায়ুমণ্ডলের উষ্ণতা সংরক্ষণে কার্বন ডাই অক্সাইডের সবচেয়ে বেশি অবদান রয়েছে।
  • বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ গাছপালা কমে যাওয়া।
  • সি.এফ.সি (CFC) গ্রিনহাউজ ইফেক্ট সৃষ্টিতে সাহায্য করে।
  • অক্সিজেন ও নাইট্রোজেন গ্রিনহাউজ গ্যাস নয়।
  • মাথাপিছু গ্রিন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী দেশ যুক্তরাষ্ট্র।
  • সামগ্রিকভাবে বিশ্বে সবচেয়ে বেশি গ্রিন হাউজ গ্যাস উদগীরণকারী দেশ চীন।

 

Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা