IPCC

  • Inter-Governmental Panel on Climate Change- IPCC হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা।
  • IPCC প্রতিষ্ঠা লাভ করে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে। 
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সহায়তায় IPCC-এর উদ্যোগে প্রতিবছর অনুষ্ঠিত হয় বিশ্ব জলবায়ু সম্মেলন বা COP (Conference of the Parties).
  • COP সম্মেলন সম্পর্কিত বিশ্ব পরিবেশ পরিবর্তন (Global Climate Change) এর সাথে।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা