IUCN
- International Union for the Conservation of the Nature (IUCN) হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পরিবেশবাদী সংস্থা।
- IUCN প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে। এর সদরদপ্তর- গ্রান্ড, সুইজারল্যান্ডে অবস্থিত।
- প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ফ্রান্সের ফন্টেইনব্লিউতে।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা