বায়ুমন্ডলীয় প্রক্রিয়াসৃষ্ট দুর্যোগ
- ঝড়, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো, হারিকেন, খরা, বজ্রপাত ইত্যাদি।
- সাগর পৃষ্ঠে কোনো অঞ্চলের তাপমাত্রা ২৬° সে. এর বেশি হলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।
- ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা ২৬.৫° সে. হওয়া প্রয়োজন।
- টর্নেডো স্থলভাগে সৃষ্টি হয়।
- জাপান উপকূলে যে ঘূর্ণিঝড় উঠে তার নাম- টাইফুন।
- আকাশে বিজলি চমকায় মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।
- বজ্রপাতের সময় খোলা জায়গা, উঁচু গাছপালা, বিদ্যুতের লাইন এবং জলাশয় থেকে দূরে থাকতে হবে।
- বজ্রপাতের সময় গুহার ভিতর অথবা পাকা দালানে আশ্রয় নিতে হবে।
- গাড়িতে চলা অবস্থায় বজ্রপাত হলে ভিতরেই থাকতে হবে।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা