নদীভাঙন
- নদীখাতে পানি প্রবাহের কারণে পার্শ্ব ক্ষয়কে বলে: নদী ভাঙন।
- নদী ভাঙনের শিকার হয়: পলিমাটি গঠিত সমভূমি অধ্যুষিত অঞ্চল।
- শিকন্তি-পয়ন্তি সম্পর্কিত: নদী তীরবর্তী ভূমির ভাঙা গড়ার সাথে। [জাবি-'০৯-১০]
- নদী শিকস্তি (Alluvion): নদীতে জেগে উঠা জনপদ।
- নদী পয়স্তি (Diluvion): নদীতে বিলীন হয়ে যাওয়া জনপদ।
- সবচেয়ে বেশি নদী ভাঙন হয়: সিরাজগঞ্জ জেলায়।
- সবচেয়ে বেশি ভাঙ্গন প্রবন উপজেলা: শরীয়তপুরের নড়িয়া উপজেলা। [৪৩তম বিসিএস]
- সবচেয়ে বেশি ভাঙন হয়: পদ্মা নদীতে।
- নদীর গতিপথ পরিবর্তন হয়: নদী ভাঙ্গনের কারণে।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা