বজ্রপাত
- আকাশে বিজলী চমকায়: মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।
- বজ্রপাতের সময় থাকা উচিত: গুহার ভিতর বা মাটিতে শুয়ে।
- গাড়ি চালানোর সময় বজ্রপাত হলে: গাড়িতে বসে থাকতে হবে।
- বাংলাদেশের একটি জরিপের তথ্য মতে, ১৯৯০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বজ্রপাতে মৃত্যু হয়: ৩০৮৬ জন মানুষের।
- সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে তা হলো: ভূমিকম্প ও বজ্রপাত।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা