সুনামি
- 'সুনামি' বলতে বোঝায়- সামুদ্রিক ঢেউ।
- সুনামি'র কারণ হলো- সমুদ্রের তলদেশে ভূ-কম্পন।
- সমুদ্র তলদেশে প্রচণ্ড মাত্রার ভূমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে বলে সুনামি।
- পৃথিবীর মহাসাগরসমূহের কোন অংশে সুনামি হবার সম্ভাবনা সর্বাধিক রয়েছে- প্রশান্ত মহাসাগর।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার 'সুনামি' আঘাত হানে ২০০৪ সালের ২৬ ডিসেম্বর।
- এশিয়ায় প্রলয়ঙ্করী সুনামির উৎস ছিল ইন্দোনেশিয়ার আচেহতে।
- ২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘণ্টায় ৭০০-৮০০ কি.মি.।
- 'সুনামি' (Tsunami) শব্দটি জাপানি ভাষার শব্দ।
- বিশ্ব সুনামি সতর্কতা দিবস- ৫ নভেম্বর।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা