দুর্যোগ প্রশমনে গৃহীত পদক্ষেপ

  • দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের প্রতিরোধ ও প্রশমন ধরনের কার্যক্রম 'বেড়িবাঁধ' নির্মাণ।
  • বাকল্যান্ড বাঁধ অবস্থিত- সদরঘাটে।
  • বাংলাদেশের এফ.সি.ডি আই প্রকল্পের উদ্দেশ্য- পানি নিষ্কাশন, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সেচ।
  • বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরেন্দ্র অঞ্চলের পরিবেশ।
  • বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প গঙ্গা-কপোতাক্ষ।
  • DND বাঁধের পুরো নাম- ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা।
  • DND বাঁধ তৈরি করা হয়েছিল- ঢাকা শহর রক্ষা করার জন্য।
  • বাংলাদেশের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসনের জন্য নির্মিত প্রথম আশ্রয় কেন্দ্রটির অবস্থান কক্সবাজারে।
  • জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ।
  • ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী বাংলাদেশের 'অপারেশন মান্না' পরিচালনা করে- ২৯ এপ্রিল, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর।
  • সিডর আক্রান্ত এলাকায় আমেরিকার রিলিফ কার্যক্রমের নাম অপারেশন সি এঞ্জেল-২।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা