বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা

০, ১, ২, ৩ দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে?

ক. ৩০৮৭ 

খ. ২০৮৭ 

গ. ৩১৮৭ 

ঘ. ২১৮৭ 

উত্তর: ঘ

সমাধান

০ দ্বারা কোন সংখ্যা শুরু হয় না। তাই ক্ষুদ্রতম সংখ্যা বানানোর ক্ষেত্রে ১ প্রথমে বসিয়ে তারপর ০ বসাতে হবে; তাই 

ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১০২৩ এবং  বৃহত্তম সংখ্যাটি হবে ৩২১০।

সুতরাং পার্থক্য হবে ৩২১০ - ১০২৩ = ২১৮৭

Reference: Khairul's BASIC MATH