ভাজক সংখ্যা বের করা

৭২ এর ভাজক সংখ্যা কয়টি? 

ক. ১২ 

খ. ১১ 

গ. ১০ 

ঘ. ৮ 

উত্তর: ক

সমাধানঃ

  • সর্ব প্রথম প্রদত্ত সংখ্যাটিকে ভাঙ্গতে হবে
  • অর্থাৎ ৭২ = ২ × ২ × ২ × ৩ × ৩
  • তারপর এক জাতীয় সংখ্যাগুলোর পাওয়ার উপরে এভাবে লিখতে হবে এভাবে ২³ × ৩² (এখানে ৩টি ২ এবং ২টি ৩ গুণ করে ৭২ হয়েছে)
  • তারপর প্রতিটি পাওয়ারের সাথে ১ যোগ করে সংখ্যাগুলো বাদ দিয়ে শুধু পাওয়ারগুলো গুণ করে যা আসবে তাই উত্তর।
  • এখানে ২(৩+১) × ৩(২+১)
  • =(৩+১) × (২+১) (নিচের ২ ও ৩ বাদ দিয়ে উপরের পাওয়ার দুটি গুণ করতে হবে)
  • = ৪ × ৩ = ১২টি
Reference: Khairul's BASIC MATH