একটি সংখ্যাকে ১০ দিয়ে ভাগ করে ৮ দিয়ে গুণ করলে ১২০ হয়। সংখ্যাটি কত?
ক. ৭৫
খ. ১০০
গ. ১২০
ঘ. ১৫০
উত্তর: ঘ
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক x ৮/১০ = ১২০
=> ৮ক = ১২০০
ক = ১৫০
মুখে মুখে: ৮ দিয়ে গুণ করার পর ১২০ হলে গুণ করার আগে ছিল ১২০+৮ = ১৫। আবার ১০ দিয়ে ভাগ করার পর ১৫ হলে ভাগ করার আগে ছিল ১৫ x ১০ = ১৫০।