Description:
এখানে until দ্বারা দুটি clause যুক্ত হয়েছে যার principal clause টি past indifinite tense - এর। অতএব নিয়মানুযায়ী subordinate clause টিও past tense - এ হওয়া বাঞ্ছনীয় । এক্ষেত্রে 'ক' এবং 'খ' ভুল, কারণ until নিজেই negative হওয়ায় তারপর কোনো negative expression ঠিক নয়। তাছাড়া 'গ' তে perfect tense থাকায় 'ঘ' উত্তরটিই সঠিক