Description:
'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন সিকান্দার আবু জাফর।
সমকাল বাংলাদেশ (তৎকালীন পূর্ব পকিস্তান) থেকে প্রকাশিত বাংলা ভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য পত্রিকা। এর সম্পাদক ছিলেন কবি সিকান্দার আবু জাফর।
সমকাল | |
![]() সমকাল সাহিত্য পত্রিকার প্রচ্ছদ। | |
সম্পাদক | কবি সিকান্দার আবু জাফর |
---|---|
প্রকাশনা সময় - দূরত্ব | ত্রৈমাসিক |
প্রকাশক | সমকাল প্রেস |
প্রথম প্রকাশ | ১৩৬৩ বাংলা, ১৯৫৭ ইংরেজি |
দেশ | পূর্ব পাকিস্তান |
ভাষা | বাংলা |
সিকান্দার আবু জাফর (১৯ মার্চ ১৯১৮/১৯১৯ - ৫ আগস্ট ১৯৭৫) একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত। তার একটি বিখ্যাত কবিতা হলো
জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই হতমানে অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার কাড়তে দাস্যের নির্মোক ছাড়তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, আমাদের সংগ্রাম চলবেই।
এটি পরে জনপ্রিয় গণসঙ্গীতে রূপান্তরিত হয়।
সিকানদার আবু জাফর | |
---|---|
![]() সিকান্দার আবু জাফর | |
জন্ম | ১৯১৮ তৎকালীন খুলনা জেলা বর্তমান সাতক্ষীরা জেলা |
মৃত্যু | আগস্ট ৫, ১৯৭৫ |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | ![]() |
পরিচিতির কারণ | কবি |
সুত্রঃ উইকিপিডিয়া