Description:
বাংলাদেশের কৃষিতে 'বর্ণালী ও শুভ্র' হলো উন্নত জাতের ভুট্রা। গমের কয়েকটি উন্নত জাতের ফসল হলো বলাকা, দোয়েল সোনলিকা ,আকবর প্রভৃতি। অন্যদিকে আমের কয়েকটি উন্নত জাত হলো মহানন্দা , মোহনভোগ, ল্যাংড়া প্রভৃতি।